অনলাইনে দুগ্ধপণ্যে ১৬ শতাংশ ছাড়

৭ ডিসেম্বর, ২০১৯ ১৪:১৩  
বিজয়ের মাস উপলক্ষে অনলাইনে দুধ ও দুগ্ধজাত পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে দুগ্ধজাত পণ্য ই-কমার্স প্লাটফর্ম গোয়ালা ফুড। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাসে দুধ, দই, সন্দেশ, রসমালাই ও ঘিসহ বিভিন্ন পণ্য ১৬ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। গোয়ালার উদ্যোক্তা শফিউল আলম জানান, ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে যে গোয়ালা ফুডের উদ্যোগ গ্রহণ করেছিলেন, তা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এসেছে। এর মধ্যে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে www.gowalafoods.com ফরমাশ করলে ছাড় পাওয়া যাবে। দুগ্ধজাত পণ্যের পাশাপাশি খেজুর গুড় বা সরিষার তেলের মতো পণ্য বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। শফিউল আলম আরও বলেন, ‘দুধের নিয়মিত গ্রাহকভিত্তিক সরবরাহ বা সাবস্ক্রিপশন মডেল আমরা প্রথম চালু করতে যাচ্ছি। আমরা কাজ করছি মূলত ডেইরি টেক নিয়ে। এটি আমাদের দেশে নতুন শব্দ। খাঁটি দুধ ও দুধজাত পণ্য নিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি করাই আমাদের কাজ।’